নিজের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করলেন কেজরিওয়াল

দিল্লী হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিজের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করলেন কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

নিজের গ্রেপ্তার ও রিমান্ডকে চ্যালেঞ্জ করে দিল্লী হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পিটিশনে কেজরিওয়ালের গ্রেপ্তার ও রিমান্ডকে বেআইনী উল্লেখ করা হয় এবং অতিসত্বর তাকে মুক্তি দেয়ার জন্য ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির শুনানির জন্য অনুরোধ করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আবগারী নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে।

অতঃপর দিল্লী হাইকোর্ট তাকে ২৮ মার্চ পর্যন্ত রিমান্ডের জন্য প্রেরণ করে। বিশেষ বিচারপতি কাভেরি বাবেজা কেজরিওয়ালকে ২৮ মার্চ দুপুর ২টায় আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

আরও পড়ুন: ৭ দিনের রিমান্ডে কেজরিওয়াল

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে ১০ দিনের জন্য রিমান্ডে নিতে চেয়েছিল। শুনানির সময় ডিরেক্টরেট আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে অন্যান্য মন্ত্রী ও নেতাদের সাথে মিলে আবগারী নীতি মামলায় দুর্নীতির দায়ে অভিযুক্ত করে।

news24bd.tv/ab