একনেকে সাড়ে আট হাজার কোটির ১১ প্রকল্প অনুমোদন

একনেকে সাড়ে আট হাজার কোটির ১১ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লক্ষ টাকার ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সাতটি নতুন, তিনটি সংশোধিত, একটির সময় বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক সভা শেষে প্রকল্প অনুমোদনের বিষয়টি কথা ব্রিফ করে জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণে যে সুবিধা পাওয়া যাবে, সেগুলো কিভাবে নেয়া যাবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

দেশের সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে বৃষ্টির পানি ধরে রাখা এবং সোলার বিদ্যুৎ ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে বলা হয়, অনিয়মিত একনেক বৈঠকের কারণে ৫০ কোটি টাকার নীচে মন্ত্রী অনুমোদন ক্ষমতার প্রকল্পগুলো জমে যাচ্ছে।

এসময় পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব আমরা চাই না, তবে কিছু প্রকল্পে বিলম্ব হয়ে যায়।

তবে যেখানে বিলম্ব হয় সেগুলো নিয়ে সরকার যাচাই-বাছাই করে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক