‘মাদকসেবি’ চালকের কারণে নিহত ২৮

দুর্ঘটনা কবলিত বাস

‘মাদকসেবি’ চালকের কারণে নিহত ২৮

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত ও অন্তত ৪৪ জন আহত হয়েছেন। চালক মাদকগ্রহণ করে বাস চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বলিভিয়া পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ল্যাটিন আমেরিকান হেরাল্ড ট্রিবিউন।

শনিবার দেশটির চাল্লাপতা শহরের একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বাসটির চালকের সহকারি জানিয়েছেন, তাদের বাসে ৭৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনা ঘটার আগে তাদের গতি নিয়ন্ত্রক কাজ করছিল না।

বলিভিয়া পুলিশ জানিয়েছে- দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে মাদকগ্রহণ করে বাস চালিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর