চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

ছবি সংগৃহীত

গাইবান্ধা-৩ আসন

চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। ১৩২টি কেন্দ্রে বোরবার সকাল ৮টায় ভোটগ্রাহণ শুরু হয় চলবে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান ভোটাররা।

এদিকে সকালে ভাটগ্রাম স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী।  

আলদাদপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাসদের খাদেমুল ইসলাম।

সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

সকালে সাদুল্যাপুর মডেল বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণে ৬টি বুথ করা হয়েছে। তরফবাজিত দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম ছিল।

তবে কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইটিং অফিসার রেহানা বেগম বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে পারে বলে আশা করেন তিনি।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর

এই বিভাগের পাঠকপ্রিয়