ভারতে বিস্ফোরণে ১১ জন নিহত

বিস্ফোরণস্থলে পুলিশ।

ভারতে বিস্ফোরণে ১১ জন নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের ভাদোহি জেলার একটি কার্পেট ফ্যাক্টরিতে দাহ্য প্রদার্থের বিস্ফোরণে ১১ জনের প্রাণহানি ঘটেছে। আহতও হয়েছে অনেক।

ওই কারখানার একাংশে বাজি প্রস্তুত হতো বলে জানা যায়। কারখানার ভেতরেই বাজিগুলো রাখা ছিল, যা থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের বারানসির পুলিশ পরিদর্শক পীযুশ শ্রী বাস্তব প্রথমে ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও পরে ইরফান নামে আরও একজনের মৃত্যু ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দর প্রসাদ মোট ১১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে, সম্পূর্ণ বাড়িটা ভেঙে পড়ে। শুধু তাই নয়, পাশের আরও তিনটি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়িতেও ফাটল ধরে গেছে। বিস্ফোরণস্থলের ছবিতে দেখা যায়, ভবনের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

উত্তরপ্রদেশের বারানসির পুলিশ পরিদর্শক পীযুশ শ্রী বাস্তব বলেন, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে অল্প কয়েকজন শ্রমিক ছিলেন। কারখানাটিতে অবৈধভাবে পটকা তৈরি হতো।

ভবনের ভেতরে লোকজন তেমন আটকা পড়েনি বলেও জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর