‘আমরা শান্তিপ্রিয়, তবে হুমকির মুখে ভীত নই’

সীমান্তে নিয়ন্ত্রণ রেখা পরিদর্শন করছেন জেনারেল বাজওয়া

‘আমরা শান্তিপ্রিয়, তবে হুমকির মুখে ভীত নই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তান শান্তিপ্রিয় জাতি কিন্তু কোনো আগ্রাসনের হুমকির মুখে ভীত নয় বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। বলেছেন, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে পাক সেনারা।

শুক্রবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনের পর জেনারেল বাজওয়া একথা বলেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে জেনারেল বাজওয়ার বক্তব্য তুলে ধরেছে।

 

কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলার পর ভারত যখন পাকিস্তানে হামলার হুমকি দিচ্ছে তখন পাক সেনাপ্রধান এসব কথা বললেন।

নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনের সময় পাক সেনাদের যুদ্ধ প্রস্তুতিও পর্যালোচনা করেন তিনি।

গতকালই আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান কারো সঙ্গে যুদ্ধ চায় না তবে কেউ হামলা করলে জবাব দিতে দ্বিধা করবে না। তার দেশের সেনারা ভারতীয় হামলা মোকাবেলা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের সেনাদের ভারতীয় হামলার জবাব দেওয়ার কর্তৃত্ব দিয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর