সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর অনাকাঙ্ক্ষিত ঘটে। তাই তাদের জান মাল ও তাদের অধিকার রক্ষায় আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। তাদের এই দেশে স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার আছে।

তিনি আরও বলেন, যতদিন সংখ্যালঘুদের আপদ বা অনুগ্রহের চোখে বিবেচনা করা হবে, ততদিন সমতা ও সাম্য নিশ্চিত হবে না।

এতে করে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ হবে অন্ধকার। সরকার বা রাষ্ট্রের কর্তব্য সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করা।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচার একটি হোটেলে একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল (এএইচআরআই) আয়োজিত 'বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা' বিষয়ক সেমিনার তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ'র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের সাদাদল মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, ডেপুটি এটর্নি জেনারেল অপূর্ব ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন,  অমিত দাস গুপ্ত, অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ প্রমুখ।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর