নুসরাত হত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন 

নুসরাত হত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন 

ফেনী প্রতিনিধি 

ফেনীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন অব্যহত রয়েছে। আজ শনিবার সকাল থেকে শহরের বিবিন্ন স্থানে ফেনী জিএ একাডেমি স্কুল, জেলা নারী জোটসহ একাধিক সংগঠন মানববন্ধন করেছে।

সকালে জি এ একাডেমি স্কুলের সামনে থেকে শুরু করে কলাবাগান পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও ফেষ্টুন নিয়ে খুনি সিরাজ উদ্যোলাসহ সকল আসামির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে।

এ সময় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অবু ইউসুফ, স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর বাহার, কাউন্সিলর মজিবুর রহমান।

এদিকে দুপুরে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনারে সামনে মানববন্ধন করে জেলা নারী জোট। এ সময় বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমিন, ফেরদৌস আরা, জাহাঙ্গির আলম নান্টু প্রমুখ।  

বক্তারা ঘটনার নেপথ্যে থাকা সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ এই ঘটনায় জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর