খুলনার দুই পাটকলে উৎপাদন বন্ধ

দুই পাটকলে উৎপাদন বন্ধ

খুলনার দুই পাটকলে উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরী পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম ও স্টার জুট মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। রোববার সন্ধ্যা ছয়টায় প্লাটিনাম জুট মিলের উৎপাদন বন্ধ করে দিয়ে রাজপথে বিক্ষোভ করে শ্রমিকরা। এর আগে দুপুর আড়াইটা থেকে স্টার জুট মিলের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত এই দুই পাটকলে প্রায় ৭ হাজার শ্রমিকের ১১ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে।

মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন।

পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, পাট মন্ত্রণালয় ও বিজেএমসি’র সাথে বৈঠকে ২৫
এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের কথা বলা হয়। কিন্তু এ পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হয়নি। এ কারণে ক্ষিপ্ত শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর