পুলিশকে লক্ষ্য করে ‘ককটেল নিক্ষেপ’, নিহত ১

বন্দুকযুদ্ধ। প্রতীকী

পুলিশকে লক্ষ্য করে ‘ককটেল নিক্ষেপ’, নিহত ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোস্তফা ওরফে মস্তু (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার মধ্যরাতের পর উপজেলার হারুয়া বাসস্ট্যান্ডের দক্ষিণে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে- নিহত মোস্তফা মাদক কারবারি। তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের কুলিহাটি গ্রামে।

তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ নিহতের তথ্য নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর বলেন, গোপন সূত্রে তাঁরা খবর পান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে মাদক বেচাকেনা হচ্ছে। পুলিশ সেখানে পৌঁছার পর মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাঁচটি গুলি করে।

মাদক কারবারিরা এ সময় পালিয়ে যান। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ১০০টি ইয়াবা ও একটি হেরোইনের পুঁটলি পাওয়া যায়। কিছুটা দূরে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হন বলে জানান ওসি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)