নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল এবারের মেট গালা ফ্যাশন ইভেন্ট। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশনজগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড কিং শাহরুখ খানকে। ছিলেন আরও বিশ্বের সব নামিদামি তারকারাও। এবার প্রথম মেট গালায় পাওয়া যায় বলিউড তারকা শাহরুখ খানকে। শাহরুখ এসেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে। তবে মেট গালায় অংশগ্রহণ করার পরেই তিনি জানান, এই প্রথম এবং এই শেষবার তিনি অংশগ্রহণ করলেন অনুষ্ঠানে। শুধুমাত্র সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্যই এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ক্যারিবিয়ান...
মেট গালায় 'কিং' বেশে শাহরুখ, দ্যুতি ছড়ালেন আরও যারা
অনলাইন ডেস্ক

মেট গালায় বেবিবাম্প নিয়ে চমকে দিলেন কিয়ারা
অনলাইন ডেস্ক

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল এবারের মেট গালা ফ্যাশন ইভেন্ট। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশনজগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবার এই আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে। মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানিও। মেট গালায় বেবিবাম্প নিয়ে তার উপস্থিতি সাড়া ফেলেছে অন্তর্জালে। কয়েকদিন আগেই অন্তঃসত্ত্বার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর আর তেমন দেখা যায়নি। এবার আন্তর্জাতিক ফ্যাশন শোর মঞ্চেই বেবিবাম্প দেখা গেল অভিনেত্রীকে। এবারের আসরের থিম সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন...
কাপ্পানকে ছাড়িয়ে ‘রেট্রো’ এখন সুরিয়ার সেরা ১০-এ
অনলাইন ডেস্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার সুরিয়া অভিনীত রেট্রো ছবি। গত ১ মে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে। মাত্র চারদিনেই এই কাপ্পান ছবিকে পেছনে ফেলেছে রেট্রো। চার দিনে বিশ্বজুড়ে ৭০ কোটি ৯১ লাখ রুপি আয় করে এটি এখন সুরিয়ার ক্যারিয়ারের ১০ম সর্বোচ্চ আয়ের ছবি। রেট্রো পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক কার্তিক সুব্বারাজ। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সুরিয়া ও পূজা হেগদে। এটি মূলত একটি রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবি, যা মুক্তির পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ছবিটি প্রথম দিনে ভারতে আয় করে ১৯.২৫ কোটি রুপি (নেট)। তবে দ্বিতীয় দিনেই এই আয় কমে দাঁড়ায় মাত্র ৭.৭৫ কোটি টাকায়। তৃতীয় ও চতুর্থ দিনে সামান্য বৃদ্ধির দেখা মিলেছে, আয় যথাক্রমে ৮ কোটি ও ৮.১৫ কোটি রুপি। সব মিলিয়ে চার দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ৪৩.১৫ কোটি রুপি এবং...
পরপর ফ্লপ ৭ ছবি, তবুও হাল ছাড়েননি দক্ষিণী এই নায়িকা
অনলাইন ডেস্ক

দক্ষিণী সিনেমা থেকে বলিউডে পা রাখার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু সফল হন হাতে গোনা কিছুজন। আর যারা হন, তাদের মধ্যে কেউ কেউ দর্শকের মনে স্থায়ী ছাপ রেখে যান। আজ আমরা কথা বলব এক এমন দক্ষিণী অভিনেত্রীকে নিয়ে যিনি গ্ল্যামার, স্টারডম আর প্রতিভার দিক থেকে কোনো অংশে কম ছিলেন নাতবু বলিউডে খুব একটা সাফল্য পাননি। হ্যাঁ, কথা হচ্ছে পূজা হেগড়েকে নিয়ে। ২০১২ সালে তামিল পরিচালক মাইস্কিনের সুপারহিরো ঘরানার ছবি মুগামুডি-তে অভিনেতা জিভার বিপরীতে অভিনয় করে সিনেমায় পা রাখেন পূজা। এরপর কিছু বছর তেলুগু সিনেমায় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন, বিশেষ করে ওকা লয়লা কসম ছবিতে নাগা চৈতন্যর বিপরীতে অভিনয় নজর কাড়ে। ২০১৬ সালে হৃতিক রোশনের সঙ্গে মোহেঞ্জোদারো ছবি দিয়ে বলিউডে অভিষেক হলেও, বক্স অফিসে ছবিটি সফল হয়নি। তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া হাউসফুল-৪ ছবির মাধ্যমে বলিউডে...