দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৬৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪১ জন। রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৬৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪১ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৮২২ জন। এ ছাড়া অভিযানে একনলা বন্দুক ও গুলিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। news24bd.tv/এআর
সারা দেশে অস্ত্রসহ গ্রেপ্তার ১৭৬৩
অনলাইন ডেস্ক

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা
অনলাইন ডেস্ক
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়া শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করতে পারবে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জারি করা এই অধ্যাদেশে আপিলের সুযোগ রাখা হয়নি। রোববার (২৫ মে) রাতে জারি হওয়া অধ্যাদেশে বলা হয়, যদি কোনো সরকারি কর্মচারী এমন কোনো কার্যে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অথবা অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অথবা অন্য যেকোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকতে...
‘প্রধান উপদেষ্টা ও সরকারের পাশে থাকবেন রাজনৈতিক নেতারা’
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তারা চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এসব কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, আজ বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলেছেন। আরও পড়ুন অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, স্পষ্ট জানালেন প্রধান উপদেষ্টা ২৫ মে, ২০২৫ প্রধান উপদেষ্টা নেতৃবৃন্দকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের...
আ.লীগ নিষিদ্ধের পর দেশের ভেতরে-বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক

প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সবাই একসঙ্গে বসায়, মনে সাহস সঞ্চার হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে; যেন আমরা এগোতে না পারি। যাতে সবকিছু কলাপস হয়ে যায়, আমরা যাতে গোলামিতে ফেরত যাই। রোববার (২৫ মে) ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে যত রকমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর