দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেছেন, গত ছয় মাসে আমরা যে পরিস্থিতি দেখলাম তাতে বাংলাদেশের দুর্নীতির অবস্থা ভয়াবহ। এর পরিধি ব্যাপক এবং অত্যন্ত গভীর। কারণ গত ১৬ বছর দুর্নীতির চাষাবাদ হয়েছে এই দেশে। আপনাদের সহযোগিতা ছাড়া দুর্নীতি রোধ করা অসম্ভব। রোববার (২৫ মে) সকালে খুলনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানিতে তিনি এসব কথা বলেন। খুলনা সদরে অবস্থিত সরকারি দপ্তরসমূহে সেবাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগের বিষয়ে সরাসরি এ গণশুনানি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খুলনাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো জায়গায় ঘুষ দেবেন না। আপনারা প্রতিবাদ করেন। আমি আপনাদের এটা বলছি না- আমাদের বাচ্চারা যারা নিরস্ত্রভাবে বুক পেতে দাঁড়িয়েছিল তাদের মতো আপনারাও দাঁড়ান। আমি বলছি না- আপনারাও রক্ত দেন।...
গত ১৬ বছর দেশে দুর্নীতির চাষাবাদ হয়েছে: দুদক কমিশনার
অনলাইন ডেস্ক

সারা দেশে অস্ত্রসহ গ্রেপ্তার ১৭৬৩
অনলাইন ডেস্ক

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৬৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪১ জন। রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৬৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৪১ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৮২২ জন। এ ছাড়া অভিযানে একনলা বন্দুক ও গুলিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। news24bd.tv/এআর
শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা
অনলাইন ডেস্ক
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়া শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করতে পারবে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জারি করা এই অধ্যাদেশে আপিলের সুযোগ রাখা হয়নি। রোববার (২৫ মে) রাতে জারি হওয়া অধ্যাদেশে বলা হয়, যদি কোনো সরকারি কর্মচারী এমন কোনো কার্যে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা যা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অথবা অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অথবা অন্য যেকোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকতে...
‘প্রধান উপদেষ্টা ও সরকারের পাশে থাকবেন রাজনৈতিক নেতারা’
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তারা চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এসব কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, আজ বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলেছেন। আরও পড়ুন অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, স্পষ্ট জানালেন প্রধান উপদেষ্টা ২৫ মে, ২০২৫ প্রধান উপদেষ্টা নেতৃবৃন্দকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর