রাজধানীর মগবাজার এলাকায় দুই ছিনতাকারী মোটরসাইকেল থামিয়ে পথচারী এক যুবককে চাপাতি দিয়ে আঘাতের পর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি আলোচনায় আসে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক। মোটরসাইকেল চালকের সঙ্গে আসা দুই আরোহী পথিমধ্যে ওই যুবককে থামায় এবং একটি আবাসন ভবনের গেটের সামনে নিয়ে হাতে থাকা চাপাতি জাতীয় কিছু দিয়ে ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ওই যুবক তার ব্যাগটি নিতে কাকুতি-মিনতি করলে ওই দুই আরোহী চাপাতি দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। এসময় পথচারী যুবক হাত জোড় করে ব্যাগ, মানিব্যাগ নিতে অনুরোধ জানালে চাপাতি দেখিয়ে হোন্ডায় উঠে চলে যায় ওই দুই যুবক। এদিকে বিষয়টি নিয়ে আজ রোববার (২৫ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
মগবাজারে পথচারীকে চাপাতির কোপ, ফিল্মি কায়দায় লুট
অনলাইন ডেস্ক

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে একটি কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, নিহতদের একজনের নাম আশফাকুর রহমান আসিফ (২৫)। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, সকাল ৯টার দিকে কাকলী বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে গেলে ট্রাকটি তাদের ওপর উঠে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন তিনি।...
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান কুড়িগ্রাম যুবলীগের আহ্বায়ক মোমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর জাফরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ডিবি হেফাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। news24bd.tv/SHS
রাজধানীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে এক নার্সারি কর্মচারী আহত হয়েছেন। তার নাম জুয়েল। শুক্রবার (২৩ মে) রাত ১০টার পর যাত্রাবাড়ীতে আয়োজিত বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটে। এতে ৪-৫ জনের গায়ে আঘাত লাগে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর