রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তারা চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এসব কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, আজ বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চলমান সংস্কার ও বিচারিক কার্যক্রম এবং নির্বাচন নিয়ে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন বলেছেন। প্রধান উপদেষ্টা নেতৃবৃন্দকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই...
‘প্রধান উপদেষ্টা ও সরকারের পাশে থাকবেন রাজনৈতিক নেতারা’
নিজস্ব প্রতিবেদক

আ.লীগ নিষিদ্ধের পর দেশের ভেতরে-বাইরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক

প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সবাই একসঙ্গে বসায়, মনে সাহস সঞ্চার হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে; যেন আমরা এগোতে না পারি। যাতে সবকিছু কলাপস হয়ে যায়, আমরা যাতে গোলামিতে ফেরত যাই। রোববার (২৫ মে) ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে যত রকমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়।...
নির্বাচন কবে? আবারও স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানান, যদি কম সংস্কার চায়, তবে ডিসেম্বরে নির্বাচন হবে এবং বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন হবে। জুনের পর অন্তর্বর্তী সরকার আর ক্ষমতায় থাকবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে উপস্থিত একাধিক নেতাও ড. ইউনূসের নির্বাচন ভাবনার বিষয়টি সাংবাদিকদের জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। ৩০...
৫ জুনের ট্রেনের টিকিট মিলবে সোমবার
অনলাইন ডেস্ক

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। সোমবার (২৬ মে) পাওয়া যাবে আগামী ৫ জুনের টিকিট। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুনের টিকিট পাওয়া যাবে ২৭ মে। ঈদপরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট পাওয়া যাবে ৫ জুন। ঈদুল আজহা উপলক্ষে ২১ মে সকাল ৮টায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর