সাকিবের পাশে থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী'র

সাকিবের পাশে থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী'র

অনলাইন ডেস্ক

প্রায় দুই বছর আগে এক ক্রিকেট জুয়াড়ির সঙ্গে কথোপকথনের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে সাকিবের বিরুদ্ধে। এই কারণে ১৮ মাস নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এমনটাই জানিয়েছে একটি জাতীয় দৈনিক।  

খবর শুনে হতভম্ব বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।

এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার অনেকেই। যোগ হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও।

নিজের ফেসবুক আইডিতে তিনি জানান, ‘আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া এবং বিদেশি গণমাধ্যমে কাজ করেন এরকম সকল বাংলাদেশি সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবেন। ’

শাহরিয়ার আলম বলেন, ‘রাজনীতিবিদদের নিয়ে বিভ্রান্তিকর হেডলাইন করা রেওয়াজে পরিণত হয়েছে।

কিন্তু দয়া করে সাকিবের (বা অন্য যে কোনও আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে এরকম কোন ক্রীড়াবিদের) সঙ্গে এটা করবেন না। ’

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের এই নেতা বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটির নাম সাকিব আল হাসান, যে আমাদের অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম তাদের সবার চেয়ে যে সে সেরা তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে। ’

আর এটাকে অন্য কিছুর সাথে অযথা জড়াবেন না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল