শরীয়তপুরে ফসলি জমির ব্যাপক ক্ষতি, গাছচাপায় নিহত ১

শরীয়তপুরে ফসলি জমির ব্যাপক ক্ষতি, গাছচাপায় নিহত ১

রতন মাহমুদ, শরীয়তপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শরীয়তপুরে গুরিগুরি বৃষ্টিসহ বৈরি আবহাওয়া বিরাজ করছে। গতকাল শনিবার সকাল থে‌কে থেমে থেমে বৃষ্টিপাত হ‌লেও রোববার ভোররাত থে‌কে পু‌রোপু‌রি প্রভাব প‌ড়েছে ঘূর্ণিঝড় বুলবুলের। য‌দিও অবহাওয়া অ‌ধিদপ্তর মহা‌বিপদ সং‌কেত নামিয়ে স্থানীয় সং‌কেত দেখি‌য়ে যে‌তে বলেছে।

এ‌দি‌কে, জেলার ন‌ড়িয়া উপ‌জেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুরি গ্রামে আলিব ছৈয়াল না‌মে একজন গাছচাপায় মারা গেছেন।

দুপুর দেড়টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। ত‌বে প্রশাস‌নের পক্ষ থে‌কে কিছু জানা‌নো হয়‌নি।

শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের জানিয়েছেন, জেলার জাজিরা উপজেলায় বেশকিছু কাঁচা ঘর বিধ্বস্ত হ‌য়ে‌ছে। বাতাস আর টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বে‌শি ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ত‌বে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ নি‌শ্চিত ক‌রে ব‌লে‌নি প্রশাসন। কিন্তু অবহাওয়া খারাপ থাকায় জেলার সব রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)