১৭৫ রান করলেই ইতিহাস

১৭৫ রান করলেই ইতিহাস

নিজস্ব প্রতিবেদক

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য আজ বাংলাদেশের দরকার ১৭৫। এ রান করতে পারলেই নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ। এজন্য মুশফিক-মাহমুদউল্লাহদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।

টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিক ভারত।

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন স্রেয়াশ আয়ার।

রোববার ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন শফিউল। তার বলে স্ট্যাম্প উড়ে যায় ভারত সেরা ওপেনার রোহিত শর্মার।

তিন ম্যাচ সিরিজে এ নিয়ে দুইবার শফিউলের শিকার হলেন রোহিত।

প্রথম টি-টোয়েন্টিতে শফিউলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ভারতীয় অনিয়মিত অধিনায়ক রোহিত। সেই ম্যাচে ৯ রানে আউট হওয়া রোহিত তৃতীয় ম্যাচে ফেরেন ৬ বলে মাত্র ২ রান করে। রোহিত শর্মার বিদায়ে ১.৩ ওভারে দলীয় ৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে ভারতের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক