খুলনায় দুই হত্যা মামলায়
৮ জনের যাবজ্জীবন

খুলনায় দুই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পৃথক দুটি হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

আজ মঙ্গলবার ডুমুরিয়ার ঘের মালিক শাহিন বন্দ হত্যা মামলায় আসামি আসলাম সানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।

২০১১ সালের ৬ জুন রাতে শাহিন বন্দকে বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যা করা হয়। আসামি আসলাম সানা ওই ঘেরের কর্মচারী ছিলেন।

অপরদিকে তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের আবদুল আলী শেখ হত্যা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক।  

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ছলেমান গাজী, হাফিজ খান, জামাল শেখ, শওকত মোল্লা, আকতার শেখ, নেয়ামত শেখ ও মিন্টু ওরফে মন্টু।  

২০০৪ সালের ২৮ এপ্রিল আবদুল আলী শেখকে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়। পরে ৪ মে ভৈরব নদ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল