ব্যান্ডেজ দিয়ে বানানো জুতা পরেই ৩টা সোনার মেডেল

ব্যান্ডেজ দিয়ে বানানো জুতা পরেই ৩টা সোনার মেডেল

অনলাইন ডেস্ক

নামিদামি কোম্পানির জুতা দূরে থাক, সাধারণ জুতা কেনারও সামর্থ্য নেই। কিন্তু প্রতিযোগিতা জয়ের স্বপ্ন দেখা থেমে থাকেনি। তাই পায়ে ব্যান্ডেজ জড়িয়ে নিজেই জুতা তৈরি করেছিল সে। আর সেটা পরে দৌড়ে জিতে নিয়েছে তিনটি সোনার মেডেল।

ফিলিপিনের ১১ বছরের স্কুলছাত্রীর দৌড় প্রতিযোগীতা জেতার এই দৃঢ় সংকল্পকে বাহবা দিচ্ছে নেটদুনিয়া।

ফিলিপিনে সম্প্রতি অনুষ্ঠিত হয় ইলইলো স্কুলস স্পোর্টস মিট। স্কুলভিত্তিক সেই প্রতিযোগিতায় ছিল বিভিন্ন রকমের খেলাধুলা। সেখানেই ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগীতার তিনটি খেলায় সোনার মেডেল জিতে নিয়েছে ১১ বছর বয়সী রিয়া বুলোস।

দৌড় শেষ করে ফেরার পর সবার চোখে পড়ে যে রিয়ার পায়ে কোনো জুতা নেই। তার বদলে ব্যান্ডেজ জড়িয়ে জুতার মতো কিছু একটা বানিয়েছে সে। তবু তার দৌড়ানো চাই। সেই ব্যান্ডেজের জুতার উপরে লেখা ‘নাইকি’।

সেই ছবি নেটদুনিয়ায় প্রবেশ করতেই ভাইরাল হয়ে যায়। তারপরই রিয়াকে জুতা কিনে দিতে আগ্রহী হন নেটিজেনরা। রিয়ার প্রশিক্ষক সে দেশের এক সংবাদমাধ্যমকে জানান, 'ওর কোনো জুতা ছিল না। কিন্তু খালি পায়েই দৌড় প্রতিযোগীতা জিততে প্রচণ্ড পরিশ্রম করত সে। ও সোনা জিতেছে জেনে আমি খুব খুশি। '

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ