পরিস্থিতি উত্তপ্ত, আমরা প্রস্তুত: ভারতের সেনাপ্রধান

পরিস্থিতি উত্তপ্ত, আমরা প্রস্তুত: ভারতের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সীমান্তের পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। বলেছেন, উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। তবে চিন্তার কিছু নেই, আমরা তৈরি আছি।

সম্প্রতি সীমান্তে উত্তেজনা আরো কয়েকগুণ বেড়ে গেছে।

চলতি বছরের আগস্টে জম্মু-কাশ্মীর থেকে ৩৫এ এবং ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে যাচ্ছে ভারত-পাকিস্তান। লোকসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেবল আগস্ট এবং অক্টোবরেই সংখ্যাটা হাজারের কাছাকাছি।  

একাধিকবার বিনা প্ররোচনায় ভারতীয় সেনাঘাঁটি এবং সীমান্তবর্তী গ্রাম লক্ষ্য করে ছোড়া হয়েছে মর্টারও। কিন্তু প্রতিবারই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

গত শনিবারই সুন্দরবানি সেক্টরে পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিমের একটি আক্রমণ ভেস্তে দিয়েছেন জওয়ানরা। আর সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য সেনাপ্রধানের।

আগামী ৩১ ডিসেম্বর অবসর নিচ্ছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তার জায়গায় আগামী বছরের শুরু থেকে সেনাপ্রধানের দায়িত্ব সামলাবেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ নারাভানে। ‌‌

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর