এনআরসি নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্বেগ

এনআরসি নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্বেগ

অনলাইন ডেস্ক

ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে  এই উদ্বেগের কথা জানানো হয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, ‍ভারতে নাগরিকত্ব সংশোধন বিল পাস হওয়ায় বাংলাদেশে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন। এই বিল আইনে পরিণত হওয়ার ফলে বাংলাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেই দেশ ত্যাগের প্রবণতা বাড়বে।

তিনি বলেন, সহজেই ভারতের নাগরিক হওয়া যাবে এই আশায় ভারতে আশ্রয় নেয়ার সম্ভাবনা থাকবে, ফলে এক সময় এ দেশে হিন্দু সংখ্যা আশংকাজনকভাবে কমে যেতে পারে।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ভারতে নাগরিকত্ব সংশোধন আইনটি করার ফলে সে দেশের সংখ্যালঘু মুসলমানরা এদেশে প্রবেশ করবে এবং এদেশের হিন্দু সম্প্রদায় সে দেশে যেতে পারে। যার কারণে একটি বিশৃঙ্খলা দেখা দেবে এবং সে দেশের মুসলমানরা যখন এদেশে আসবে এই দেশের সব ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল

সম্পর্কিত খবর