ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্তে আইসিসি, উদ্বেগে ইসরাইল

ফিলিস্তিনে যুদ্ধাপরাধের তদন্তে আইসিসি, উদ্বেগে ইসরাইল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের যুদ্ধাপরাধের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন  ইসরাইলের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

যদি পরিপূর্ণ তদন্ত হয় তাহলে কর্মকর্তারা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ টিভি এক প্রতিবেদনে এমনটিই উল্লেখ করা হয়।

এ প্রচার করা হয়, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার মন্ত্রিসভার সামরিক বিষয়ক সদস্য, কয়েকজন সেনাপ্রধান, নিচু পদের কয়েকজন সেনা এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেথের প্রধানরা গত পাঁচ বছরে যে অন্যায়-অপরাধ করেছেন তাতে তারা আন্তর্জাতিক বিচারের মুখে পড়তে পারেন বলে উদ্বেগে রয়েছেন।

আগামী চার মাসের মধ্যে বিচার কাজ শুরু হতে পারে এবং এটি পরিষ্কার যে, বিচারের ক্ষেত্রে ইসরাইল আইসিসি-কে কোনো রকমের সহযোগিতা করবে না।

ইসরাইলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে চ্যানেল টুয়েলভ কথা জানিয়েছে।

তবে নেতানিয়াহুর দপ্তরের একজন কর্মকর্তা জানান, আইন বিষয়ক টিমের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

গত শুক্রবার আইসিসি'র প্রধান কৌঁসুলি ফাতুহ বেনসুদা জানিয়েছেন, ইসরাইল ফিলিস্তিনের ওপরে যুদ্ধাপরাধ করেছে; এ বিষয়ে ২০১৫ সালে শুরু হওয়া প্রাথমিক তদন্তে দেখা গেছে- ইসরাইলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর