‌‌‘‌‌‌‌বাংলাদেশি হলে গ্রহণ, ভারতীয় হলে ফেরত’

‌‌‘‌‌‌‌বাংলাদেশি হলে গ্রহণ, ভারতীয় হলে ফেরত’

অনলাইন ডেস্ক

বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয়দের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার বিকেল পৌনে তিনটায় সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে কোনো নাগরিক এলে, তিনি জন্মসূত্রে বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে, নয়তো ফেরত দেওয়া হবে।

‘‌‌‌‌১৬ হাজার ১৪৪ কোটি টাকায় রেলের কাজ হবে।

বর্তমান সিলেট রেলওয়ে স্টেশন আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে। এছাড়া সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনে সংযোজন করা হবে এসি কোচ। ’

সবাইকে দেশ গড়ার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, সরকারের একার পক্ষে সোনার বাংলা গড়া সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

আর সরকারের সহযোগিতায় এগিয়ে আসায় বাস মালিকদের ধন্যবাদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর