এবারে ইরাকের প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিলেন

এবারে ইরাকের প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিলেন

অনলাইন ডেস্ক

গত ১ অক্টোবর থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান ও দুর্নীতি দমনের দাবিতে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের কারণে সে দেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি গত ২৯ নভেম্বর পদত্যাগ করেছেন। এই পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা করলেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সংসদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বারহাম সালিহ।

ওই বার্তায় তিনি বলেন, 'আল-বান্না' জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব এসেছে তাকে এই পদে বসানো হলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তিনি আরও জানান, সংসদ সদস্যদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দিতেই তিনি পদত্যাগপত্র দিলেন। ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ