কাশ্মীরে ইন্টারনেট চালু হলো ১৪৫ দিন পর

কাশ্মীরে ইন্টারনেট চালু হলো ১৪৫ দিন পর

অনলাইন ডেস্ক

১৪৫ দিন পর ভারতের জম্মু, কাশ্মীর ও লাদাখ অঞ্চলে সব ধরণের ইন্টারনেট পরিষেবা খুলে দেওয়া হলো। কাশ্মীর বিষয়ক বিশেষ আইন রদ করার পর থেকে এই অঞ্চলে প্রাথমিকভাবে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় ভারত সরকার। পরবর্তীতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও এতদিন মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিলো।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিগত চারমাসে কাশ্মীরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় বৃহস্পতিবার সেখানে মোবাইল ইন্টারনেট পুনরায় চালু করে দেওয়া হয়।

এর মাধ্যমে অন্যান্য রাজ্যের মতই ইন্টারনেট ব্যবহারের সাংবিধানিক অধিকার পুনরায় ফিরে পেলো কাশ্মীরের অধিবাসীরা।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ