সোলাইমানির জানাজায় মানুষের ঢল

সোলাইমানির জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক

বাগদাদে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় শোকে ভাসছে পুরো ইরান। এর ছোঁয়া ইরাকেও লেগেছে। বাগদাদে সোলাইমানি আল-মুহান্দিসে জানাজায় হাজারো শোকাহত মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।  

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শনিবার বাগদাদের খাধিমিয়ায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কালো পোষাক পরে হাজারও মানুষ এই জানাজায় অংশ নেন। বাগদাদে জানাজায় অংশগ্রহণকারীরা কালো পোষাকে ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) পতাকা হাতে অংশগ্রহণ করেন।

এ সময় তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস চেয়ে নানা ধরনের স্লোগান দেন।

বাগদাদের খাধিমিয়ায় শিয়া মতাবলম্বীদের উপাসনালয়ে একত্রিত হয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও পিএমএফের কমান্ডারসহ নিহত অন্যান্যদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়। হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।   

এদিকে হামলার ব্যাপারে ইরান বলেছে, উপযুক্ত সময় ও স্থানে মার্কিন হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

ইরানের এলিট ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে ইরানের আঞ্চলিক প্রভাববিস্তারের মূলনায়ক হিসেবে বিবেচনা করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর