খামেনির পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু ইরানে

খামেনির পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু ইরানে

অনলাইন ডেস্ক

ইউক্রেনের বিমান ভুল্বশত ভূপাতিত করা নিয়ে মিথ্যা বলায় ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। এসময় বিক্ষোভকারীরা খামেনিকে একজন খুনী ও অবৈধ শাসক হিসেবে আখ্যা দেন। ইউক্রেনের বিমান ভূপাতিত করার বিষয়টি স্বীকার করে নেওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়। হাজার হাজার মানুষ ইরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেন।

৮ জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সেই বিমান বিধ্বস্ত হওয়ায় নিহত হন মোট ১৭৬ জন আরোহী। ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের ওই বিমান ভূপাতিত করা হয়। বিমান দুর্ঘটনায় শোক ঘোষণা করে ইউক্রেন। ইরান দোষ স্বীকার করে নেওয়ার পর এ ঘটনায় শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করছে ইউক্রেন।

 

বিমান দুর্ঘটনায় নিহ্ত যাত্রীদের মধ্যে রয়েছে ৮২ ইরানিয়ান, ৬৩ কানাডিয়ান, ১১ ইউক্রেনিয়ান, ১০ সুইডিশ, ৪ আফগান, ৩ জার্মান ও ৩ ব্রিটেন নাগরিক। যুক্তরাষ্ট্রের তৈরি সঙ্কটের কারণে এমন একটি মানবিক ভুল হয়ে গেছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।  

সূত্র: সিএনএন

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ