সৌদি সেনা শিক্ষানবিশদের বহিষ্কার যুক্তরাষ্ট্রের

সৌদি সেনা শিক্ষানবিশদের বহিষ্কার যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে সৌদি সেনা শিক্ষানবিশদের বহিষ্কার করা হয়েছে। গত ৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে সৌদি আরবের এক বিমানসেনা বন্দুকহামলা চালানোর পর প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন করে পেন্টাগন। তার প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র থেকে সৌদি সেনা শিক্ষানবিশকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।

উগ্রপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। আরও বেশ কয়েকজন সেনা বহিষ্কার হয়েছেন শিশু পর্নোগ্রাফির কারণে। তবে এ বিষয়ে এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কার্ভার জানান, ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে বন্দুক হামলার প্রেক্ষিতেই সৌদি আরব থেকে আসা সব সেনা শিক্ষানবিশদের প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করে দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

পরে আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে তাদের প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হয়েছে।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ