কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও বৈঠক

কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জম্মু-কাশ্মীর ইস্যুতে আবারও বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের স্থায়ী সদস্যদের এই রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো বিবৃতি দেওয়া হবে না। কারণ এই বৈঠকটি একটি বেসরকারি বৈঠক! পাকিস্তানের বন্ধু চীনের দাবিতেই গতকাল রাতে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৈঠকে ভারত বা পাকিস্তান কোনো দেশের প্রতিনিধিই নেই।

কারণ, এই দুই দেশের কেউই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড-নিরপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশগুলো বৈঠকে ছিল। আলোচনার বিষয়বস্তু ৩৭০ অনুচ্ছেদ রদের পর কাশ্মীর নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতাদের গ্রেপ্তারি বা গৃহবন্দি করার মতো বিষয়গুলো হয়ে থাকতে পারে।

এর আগে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরপরই জাতিসংঘের একই রকম একটি বৈঠক হয়েছিল গত বছরের আগস্টে।

কিন্তু সেই বৈঠকে একমাত্র চীন ছাড়া কাউকেই পাশে পাননি ইমরান খান। তারপর আবারও পাকিস্তানের স্বার্থ তুলে ধরতে চীনের জোরাজুরিতেই এই বৈঠক বসেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ