ইউক্রেনীয় বিমান বিধ্বস্ত: সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন রুহানি

ইউক্রেনীয় বিমান বিধ্বস্ত: সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন রুহানি

অনলাইন ডেস্ক

ভুল করে মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে নিয়েছে ইরান। ওই প্লেনের ১৭৬ যাত্রীর প্রত্যেকে নিহত হয়েছেন। এর মধ্যেই এ ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয় বলে জানায় ইরান।  

এবারে ইউক্রেনীয় বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মিথ্যা বলার জন্য ইরানের সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

 

বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন ইরানের এই প্রেসিডেন্ট।  

ভাষণে রুহানি বলে, 'যদি তথ্য প্রকাশ করতে দেরী হয়ে থাকে তাহলে তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিন। ' 

এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ইরানের ৩০ জনকে আটক করা হয়েছে।

সূত্র: এএফপি

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ