আটক আইএস নেতাকে বহনে লাগলো ট্রাক!

সংগৃহীত ছবি

আটক আইএস নেতাকে বহনে লাগলো ট্রাক!

অনলাইন ডেস্ক

বিতর্কিত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের শীর্ষ পর্যায়ের নেতা শিফা আন-নিমাকে ইরাকের মসুল থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর ইরাকের সোয়াত বাহিনীর সদস্যরা এক রকমের বিপদেই পড়েন। ১৩৬ কেজি ওজনের বিশালদেহী লোকটিকে সাধারণ জিপে করে নিয়ে যাওয়া ছিল অনেকটা অসম্ভব। বাধ্য হয়ে জোগাড় করতে হয় ট্রাক।

শিফা আন-নিমা অনেকের কাছে আবু আব্দুল বারি নামেও পরিচিত। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে তার গোপন আস্তানা থেকে আটক করে সোয়াত বাহিনী। পরে ট্রাক জোগাড় করে তাকে তার আস্তানা থেকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিরাট হাস্যরসের সৃষ্টি হয়েছে।

সোয়াত সদস্যরা বলছেন, ইসলামিক স্টেটের এই কথিত মুফতির ফতোয়া অনুসারে আইএস সন্ত্রাসীরা ইরাকের জোনা মসজিদ বা হযরত ইউনুস নবী মসজিদে বোমা হামলা চালিয়েছিল। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসীরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়ার পর মসজিদটি ধ্বংস করে। এছাড়া যেসব ধর্মীয় বিশেষজ্ঞ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করেন তাদেরকে হত্যার ফতোয়া দিতেন এই বিশালদেহী মুফতি।