নোয়াখালীতে গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

নোয়াখালীতে গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে কোহিনুর আক্তার স্বর্ণা (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- লাইলি বেগম (৫৫), শাহিনুর আক্তার রিতা (২২) ও রিয়াজ হোসেন (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আনাবের বাড়ির আলমগীর হোসেন সোহেলের সাথে কয়েক বছর আগে দক্ষিণ সোনাপুর এলাকার ছালেহ আহমেদের মেয়ে কোহিনুর আক্তার স্বর্ণার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। রোববার সকালে শ্বশুর বাড়িতে কোহিনুরের কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ভেতরে গিয়ে বিছানায় কোহিনুরকে অচেতন অবস্থায় পান। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা ছালেহ আহমেদ অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে তার মেয়ে কোহিনুরকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন।

সুধারাম মডেল থানার ওসি মো. নবীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় রোববার রাত সাড়ে ১২টার দিকে নিহতের বাবা ছালেহ আহমেদ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর