বিএনপি নির্বাচন করছেন আন্দোলনের অংশ হিসেবে: তাপস

বিএনপি নির্বাচন করছেন আন্দোলনের অংশ হিসেবে: তাপস

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপির প্রার্থীরা নির্বাচন করছেন সেবার জন্য নয়, আন্দোলনের অংশ হিসেবে।

আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশলাইনসের উল্টো দিকে নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির মেয়রপ্রার্থীদের বিভিন্ন অভিযোগের সমালোচনা করে তাপস বলেন, প্রতিদ্বন্দ্বীরা যেসব কথা বলছেন, তা অসত্য। ঢাকার জনগণকে সেবার জন্য নয়; বরং অভিযোগের ছুঁতোয় আন্দোলন করার জন্য তারা এ নির্বাচনে অংশ নিয়েছেন।

প্রচারের সময় ওই এলাকার জনগণ এবং বিভিন্ন দোকান মালিক ও কর্মচারীদের হাতে লিফলেট দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গণসংযোগকালে তিনি কেন যোগ্য তা জনগণের কাছে তুলে ধরেন তাপস। এ ছাড়া আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন।

এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইভিএমে ভোট হচ্ছে। ঢাকা দক্ষিণে তাপসের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল