শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীসহ দুই শিশু ধর্ষণের প্রতিবাদ ও সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে একটি সংগঠন।  

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান রাসেল, মিজানুর রহমান, তানজুম রাখি ও ফাহিদা রিপু প্রমুখ।  

এদিকে বিকেল ৫টায় সুবর্ণচরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগে রাকিবকে গ্রেফতার করেছে চর জব্বর থানা পুলিশ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় সানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল