দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, জরুরি অবস্থা জারি

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

দাবানল ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) এ জরুরি অবস্থা ঘোষণা করে।

শুক্রবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। সাউথ ক্যানবেরায় দাবানল ছড়িয়ে যাওয়ার কারণে এ জরুরি অবস্থার ঘোষণা করে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দশকের মধ্যে এই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়ংকর দাবানলের ঘটনা। এ দাবানলে ক্যানবেরার প্রায় ১৮ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে গেছে।

এদিকে প্রয়োজনের সময় ক্যানবেরার বাসিন্দাদের যেন দ্রুত সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে ‘সতর্ক’ থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

দুই দশকের মধ্যে ক্যানবেরায় এটিই সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা।

ক্যানবেরার চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার বলেন, এ দাবানলই এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ২০০৩ সালের পরে এখন দাবানল নিয়ে ক্যানবেরা সবচেয়ে বাজে সময় পার করছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল