ইসলামপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ইসলামপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর ইসলামপুর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রক (এসি) মেশিন মেরামত করার সময় বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে আলামিন (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে দগ্ধ আশিকের (২১) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আলামিনের মৃত্যু হয়।  

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে ইসলামপুর লায়ন টাওয়ার ১২ তলার ছাদে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আলামিন (২০) আশিক (২১) ও আরিফ (২০) দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই দগ্ধদের রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশিক ও আলামিনের মৃত্যু হয়। আরিফ চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা জাহিদ জানান, ইসলামপুর লায়ন টায়ারের ১২তলার ছাদে পুরাতন এসি মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। দগ্ধরা সবাই কেরানীগঞ্জ এলাকায় থাকেন। ঠিকাদারের মাধ্যমে ওই ভবনে পুরাতন এসি মেরামতের কাজ করছিলেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল