বসুন্ধরার উদ্যোগে বিটুমিন প্ল্যান্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক

আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু হচ্ছে বেসরকারি উদ্যোগে দেশের প্রথম বিটুমিন প্ল্যান্ট। দেশের যোগাযোগ অবকাঠামো আরো টেকসই করতে বসুন্ধরার মানসম্মত বিটুমিন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশে উন্নতমানের বিটুমিন উৎপাদনের মধ্য দিয়ে এ খাতে বিদেশ নির্ভরতা কমবে। সাশ্রয় হবে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

রাস্তা নির্মাণে পিচ ঢালাইয়ের অন্যতম উপাদান কালো তরল পদার্থ বিটুমিন। পিচকে জমাট রেখে রাস্তাকে টেকসই করার বড় দায়িত্ব মানসম্মত বিটুমিনের।

বাংলাদেশেও বড় বড় সড়ক মহাসড়ক নির্মিত হচ্ছে। ব্যবহৃত হচ্ছে বিটুমিন।

যেসব বিটুমিনের আবার ৯০ শতাংশই আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। কিন্তু মাঝে মধ্যেই খবরের শিরোনাম-নিম্নমানের বিটুমিন ব্যবহারে টেকসই হচ্ছে না সড়ক, নষ্ট হচ্ছে অল্পদিনেই।

এমন বাস্তবতায়, মানসম্মত বিটুমিন উৎপাদনের লক্ষ্য নিয়ে বসুন্ধরা শুরু করলো দেশের প্রথম বেসরকারি বিটুমিন প্ল্যান্ট। রাজধানীর অদূরে কেরানীগঞ্জের পানগাওয়ে গড়ে ওঠা এই বিটুমিন প্ল্যান্ট উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বলেন-দেশে দিন দিন সড়ক মহাসড়ক নির্মানে বিটুমিনের চাহিদা বাড়ছে। আশা করেন-উন্নতমানের বিটুমিন উৎপাদনের মধ্য দিয়ে সেই চাহিদা পূরণে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে-বিটুমিনের ক্ষেত্রে কমবে বিদেশ নির্ভরতা।
বাংলাদেশে রাস্তা নির্মাণে মাসে বিটুমিনের চাহিদা ৪২ হাজার টন। বছরে সেই চাহিদা প্রায় ৫ লাখ টনের ঘরে। এসব মাথায় রেখে বসুন্ধরার এই বিটুমিন প্ল্যান্টের সক্ষমতা বছরে ৮ লাখ টন বিটুমিন উৎপাদনের। প্রয়োজনে তা বাড়ানোরও সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন- দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতেই মানসম্মত বিটুমিন উৎপাদন করতে চায় বসুন্ধরা গ্রুপ।

দেশে বর্তমানে বিটুমিনের চাহিদা প্রায় ৫ লাখ টন, এর ৯০ শতাংশই আমদানি করতে হয়। বাকি ১০ শতাংশ বিটুমিন সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর