এশিয়া ইউরোপের পর করোনা এবার আমেরিকায়

এশিয়া ইউরোপের পর করোনা এবার আমেরিকায়

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের ৪৮টি দেশে ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত ২ হাজার ৮০৪ জনের প্রাণ কেড়েছে। আক্রান্ত হয়েছে ৮২ হাজার ১৬৬ জন। সুস্থ হয়েছেন ৩৩ হাজার ২০৬ জন।

চীনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৪৯৭।

দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২ হাজার ৭৪৪ জন।

এশিয়ার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য ও ইউরোপে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে।

এদিকে, করোনা ভাইরাসের প্রথম শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল। এটাই লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম করোনায় আক্রান্তের ঘটনা।

চীনের বাইরে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৫৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন।

ইতালিতে মারা গেছে ১২ জন। এছাড়া ইতালিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪শ জন।

এদিকে জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আক্রান্ত হয়েছে ৬৯১ জন এবং মারা গেছে চারজন। অপরদিকে জাপানের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছে ১৭১ এবং মৃত্যু হয়েছে তিনজনের।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৯ জন এর মধ্যে মারা গেছেন ১৯ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর