১৯২০০ ক্ষুদে কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

১৯২০০ ক্ষুদে কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

খুলনায় ১৯ হাজার ২০০ ক্ষুদে শিক্ষার্থীর কন্ঠে উচ্চারিত হলো ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ....’। সকলের পরনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সাদা পাঞ্জাবি আর কালো মুজিবকোট। শিক্ষার্থীরা লাল-সবুজ জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে শপথ নেয় বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। এর আগে শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়।

বক্তারা বলেন, এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুরা বঙ্গবন্ধুর আদর্শের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে।

একই সাথে তাদের মধ্যে দেশপ্রেম উজ্জীবিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, পঞ্চানন বিশ্বাস, মো. আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর