ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত ২০ দলের

ফাইল ছবি

ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত ২০ দলের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঐক্যবদ্ধভাবে সব আন্দোলন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ২০ দলীয় জোট। এছাড়া জোট প্রসারিত করার উদ্যোগও নেওয়া হয়েছে জোটের বৈঠকে।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।  

রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০দলীয় জোটের বৈঠক হয়।

ফখরুল বলেন, একটি নথির ওপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সব কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়েছেন ২০ দল।

তিনি বলেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে বক্তব্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।

ফখরুল বলেন, খালেদা জিয়াই ২০ দলের নেত্রী।

আর দলের মহাসচিব হিসেবে আমি সমন্বয়কের দায়িত্ব পালন করব।

এর আগে বিকেল পাঁচটায় এ বিশেষ বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের মাওলানা আব্দুল হালিম, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, এনডিপির গোলাম মোর্তুজা, জাগপার অধ্যাপিকা রেহেনা প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাড. আব্দুর রকিব, জাপার মোস্তফা জামাল হায়দার, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ ছাড়া বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর