করোনার ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিল হু

করোনার ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিল হু

অনলাইন ডেস্ক

করোনা মহামারি বন্ধে চলমান কোয়ারেন্টাইন বা সঙ্গরোধ সংক্রান্ত তৎপরতার যথেষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'এর জরুরি বিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইক রেয়ান এ কথা বলেছেন।

আজ রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা মহামারির প্রকোপ বন্ধ করতে হলে কোভিড-১৯'এ যারা আক্রান্ত হয়েছেন, যাদের দেহে করোনা ভাইরাস রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে পুরোপুরি একঘরে করতে হবে। পাশাপাশি এমন সব ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদেরও খুঁজে বের করতে হবে এবং একই ভাবে তাদেরকেও একঘরে করতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এখন কোথাও কোথাও স্বাভাবিক জীবন যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে, চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে, দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। জরুরি নয় এমন সব তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে বা লকডাউন করা হয়েছে। কিন্তু সে সব পদক্ষেপ তুলে নেওয়ার পর করোনার প্রকোপ হয়ত আবার ফিরে আসবে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর