বেশি দামে চাল বিক্রি, বাগেরহাটে ৬ ব্যবসায়ীকে দণ্ড

বেশি দামে চাল বিক্রি, বাগেরহাটে ৬ ব্যবসায়ীকে দণ্ড

শেখ আহসানুল করিম, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী চিতলমারী করোনা আতঙ্কে সুযোগে নিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে এক লাখ ২৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অর্থদণ্ড প্রাপ্ত চাল ব্রবসায়ীরা হলেন- চিতলমারী উপজেলা সদর বাজারের নাজমুল শেখ, পরিতোষ কীর্ত্তনীয়া, চন্দ্র শেখর হাজরা, পরিতোষ সাহা, প্রদীপ সাহা ও ইসমাইল হোসেন।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মারুফুল আলম বলেন, করোনা আতঙ্কের সুযোগ নিয়ে চিতলমারীতে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করার খবর পেয়ে সদর বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে চাল ব্যবসায়ী নাজমুল শেখকে ২০ হাজার, পরিতোষ কীর্ত্তনীয়াকে ৩০ হাজার, চন্দ্র শেখর হাজরাকে ২০ হাজার, পরিতোষ সাহাকে ৩০ হাজার, প্রদীপ সাহাকে ১৫ ও ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর