সিঙ্গাপুরে একদিনে ২০৯ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে একদিনে ২০৯ বাংলাদেশি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে একদিনে ২০৯ জন বাংলাদেশি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৮ জনে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার করোনা সংক্রান্ত নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ৩৮৬টি নতুন করোনা রোগী শনাক্ত করা হয়, এটাই এখন পর্যন্ত একদিনে সিঙ্গাপুরে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার খবর। আতঙ্কের বিষয় হচ্ছে এদের মধ্যে আজও একদিনে বাংলাদেশি আক্রান্ত হয়েছে ২০৯ জনের মতো, যা অন্য দিনের তুলনায় সর্বোচ্চ। এখন পর্যন্ত সিঙ্গাপুরে ৮৭৮ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯১৮ জন।

চিকিৎসারত ১১৫৮ জন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে ২৯ জন। সুস্থ হয়েছেন ৫৮৬ জন। আজ বিকেলে একজনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর