দিনাজপুরে মৃত বৃদ্ধের দাফন করলেন ইউএনও-ওসি

দিনাজপুরে মৃত বৃদ্ধের দাফন করলেন ইউএনও-ওসি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। যে কারণে দাফনের কাজে মৃতের স্বজনদের কেউ এগিয়ে না আসায় বাধ্য হয়ে জানাজাসহ দাফন কাজ সম্পন্ন করেছেন ইউএনও ও ওসিসহ পুলিশ সদস্যরা। শুধু ওই বৃদ্ধের দুই ছেলের মধ্যে সাহস করে এক সন্তান এগিয়ে আসেন।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে।

মৃত কফিল উদ্দিন (৬০) করোনা উপসর্গ নিয়ে রোববার নরসিংদী জেলা থেকে তাঁর মেয়েসহ নিজ বাড়ি ফেরার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তার কোভিড-১৯ রোগের উপসর্গ ছিল তাই তার জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশি কেউ এগিয়ে আসেনি।

পরে তার এক ছেলেসহ আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের তত্ত্বাবধানে লাশ দাফন করা হয়। কফিল পেশায় একজন ইট ভাটার শ্রমিক ছিলেন।

উপজেলার ইউএনও মাহবুব এবং ওসি শেখ কামাল, ইউপি চেয়ারম্যান শফিকুল, কয়েকজন পুলিশ সদস্য ও উপজেলা দাফন কমিটি ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা এবং দাফন কাজ সম্পন্ন করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতের নমুনা সংগ্রহ করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর