যানবাহন ও পথচারীকে জীবাণুমুক্ত করতে খুলনায় টানেল

যানবাহন ও পথচারীকে জীবাণুমুক্ত করতে খুলনায় টানেল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

যানবাহন ও পথচারীকে জীবাণুমুক্ত করতে খুলনা মহানগরীর প্রবেশমুখে স্থাপন করা হয়েছে করোনা জীবাণুমুক্ত করণ টানেল। পাশাপাশি দুটি টানেলের প্রতিটি ১৫ ফুট করে লম্বা এবং ৬ ফুট চওড়া। জীবাণুমুক্ত করতে টানেলে এক হাজার লিটারের পানির ট্যাংক রয়েছে। যা থেকে ১০টি পাইপের মাধ্যমে স্প্রে করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ টানেল স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার মহানগরীর শেরে বাংলা রোডে টানেল দুটির উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত ছিলেন।

জানা যায়, জীবাণুমুক্ত করতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী ডিটারজেন্ট ও খার জাতীয় মেডিসিন টানেলে ব্যবহার করা হচ্ছে।

এর ফলে সকল ধরনের যানবাহন এবং মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট
করা সম্ভব হবে। শহরে প্রবেশ ও বের হওয়ার সময় সকল ব্যক্তি, মোটরসাইকেল, সাইকেল, ভ্যান-রিকশা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে। ১০৫ পদাতিক ব্রিগেড’র তত্ত্বাবধায়নে ও উইনিং সেভেনটিন’র
ব্যবস্থাপনায় টানেল চালু করা হয়েছে। একই সাথে ৫৫ পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসন এখানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর