সিদ্ধান্ত পাল্টে খুলছে খুলনার নিউ মার্কেট

সিদ্ধান্ত পাল্টে খুলছে খুলনার নিউ মার্কেট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা পরিস্থিতিতে ঈদের আগ পর্যন্ত খুলনার নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে মার্কেটের সব দোকানপাট খোলা থাকবে। মঙ্গলবার নিউ

মার্কেট দোকান মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১০ মে বৈঠকে করোনা সংক্রমণ এড়াতে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা।

জানা যায়, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও পুলিশের দেওয়া বিধিবিধান মেনে মালিক সমিতির সদস্যরা দোকান খুলতে সম্মত ছিলেন না। কিন্তু খুলনার অন্য সব মার্কেট খোলা ও ঈদ উৎসবের কথা চিন্তা করে অবশেষে নিউ মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কেটের অভ্যন্তরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিরাপত্তা বৃত্ত, গেটে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

ক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করে মার্কেটে প্রবেশ করতে হবে। ক্রেতা ছাড়া অন্য কেউ যাতে অযথা প্রবেশ করতে না পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর