এক বাড়ির ১৫ জনের করোনা শনাক্ত

এক বাড়ির ১৫ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

এক পরিবারের ১৮ জনের করোনা টেস্ট করে ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের ঘটনা এটি।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান ওই গ্রামের ফল বিক্রেতা লিল মিয়া। রোববার লিল মিয়ার পরিবার ও প্রতিবেশী ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এতে ১৫ জনের করোনা পজিটিভ আসে।  

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ কবির জানান, ‘আমরা ১৮টি নমুনার মধ্যে ১৫টি পজিটিভ পেয়েছি। গ্রামটি লকডাউনের আওতায় আনতে উপজেলা প্রশাসনের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ’

ধারণা করা হচ্ছে- ফল ব্যবসায়ী লিল মিয়া ফেনী থেকে তরমুজ আনতে গিয়ে করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে।

পরে পরিবার ও প্রতিবেশীরা আক্রান্ত হয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর