‘সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন’

‘সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন’

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সরকারের সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে দেশের মানুষ আরও বড় বিপদের দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা  জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি  বলেন, ‘যে পরিমাণ পরীক্ষা হচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রতিমুহূর্তে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুর পরিমাণ বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমনকি সরকারের নির্বাচিত এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি রয়েছে তারাও পরামর্শ দিয়েছেন একসাথে সব কিছু খুলে দেওয়া ঠিক হবে না। ’

তিনি আরও বলেন, ‘সে পরামর্শ না শুনে আগামীকাল থেকে সবকিছু খুলে দিচ্ছে। এসব সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন, একেবারেই ভুল সিদ্ধান্ত। এতে করে আরও চরম বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সরকারের ভুল সিদ্ধান্তে আরও বড় বিপদের দিকে যাচ্ছি। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর