খুবির সাবেক উপাচার্য ড. কাদির আর নেই

খুবির সাবেক উপাচার্য ড. কাদির আর নেই

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আবদুল কাদির ভূইঁয়া শনিবার রাত সোয়া ১০টায় ঢাকার মেরুল বাড্ডায় নিজবাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও চারপূত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার সকালে নামাজে জানাজা শেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাঁচরুখী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রফেসর ড. এম আবদুল কাদির ভূঁইয়া ২০০১ সালের ১৯ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণ করেন এবং ২০০৫ সালের ২০ মার্চ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

এদিকে সাবেক উপাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনুরূপ শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর